স্বাভাবিকভাবেই শরীরে যেকোনো ধরণের অসুস্থতা অনুভব হলেই আমরা ডাক্তার দেখিয়ে থাকি অথবা নিজেই ইচ্ছে মত ঔষধও কিনে থাকি।ঔষধ এমন একটি উপাদান যা আমাদের জীবন রক্ষা করে। কিন্তু সেই ঔষধই আবার ভুল ব্যবহারে হয়ে উঠতে পারে মৃত্যুর কারণ।
তাই ওষুধ কেনার সময় প্রেসক্রিপশন দোকানদার এর কাছে দিয়ে নিশ্চিন্ত থাকা ঠিক নয়। কারণ তারও ভুল হয়ে যাওয়াটা খুব অস্বাভাবিক কিছু নয়। আর এখন বেশিরভাগ ওষুধের দোকানে অল্প বয়সী ছেলে অথবা সি গ্রেড কিছু ফার্মাসিস্ট দেখা যায় যাদের জ্ঞান খুবই স্বল্প।
তাহলে আমরা যারা ঔষধ কিনবো তাদের করনীয় কি?
চলুন দেখে নেই ঔষধ কেনার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবেঃ
ঔষধের মেয়াদকাল দেখে কিনুন:
ঔষধের প্যাকেটের গায়ে মেয়াদকাল লেখা থাকে। কেনার আগে অবশ্যই তা দেখে নিন। মেয়াদোত্তীর্ণ ঔষধ কেনা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। ক্ষেত্র বিশেষে মেয়াদ শেষ হবার আর কয়েক মাস বা সপ্তাহ বাকি এ ধরণের ঔষধ কেনা থেকেও বিরত থাকুন।
ডাক্তাররের প্রেসক্রিপশনের নির্দেশনা অনুযায়ী ঔষধ কিনুন:
Leave feedback about this