January 18, 2025
Women & Child

স্তন ক্যান্সারঃ কি? কেন হয়? কারা ঝুঁকিতে বেশি? – পর্বঃ ১

Woman holding pink ribbon on light background, closeup. Breast cancer awareness concept

সারাবিশ্বে প্রতিবছর নারীরা স্তন ক্যান্সারে সবচেয়ে বেশী আক্রান্ত হয়। প্রতি ৮ জন নারীর মধ্যে ১ জন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন। বাংলাদেশে প্রতিবছর ১২,৭৬৪ জন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং ৬,৮৪৪ জন নারীর জীবন কেড়ে নেয় এ ক্যান্সার। (IARC: International Agency for Research on Cancer এর রিপোর্ট অনুযায়ী)। স্তন ক্যান্সার পুরুষ ও নারী উভয়েরই হতে পারে। তবে আক্রান্ত ও মৃত্যুহারে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশী।

স্তন ক্যান্সার কি?

স্তন ক্যান্সার হলো স্তন এর কিছু কোষে অনিয়মিত কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া। এই অনিয়মিত ও অতিরিক্ত কোষগুলো টিউমারে পরিণত হয় যা পরবর্তীতে রক্তনালীর লসিকা ও অন্যান্য মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

প্রতিটি মানুষের দেহে BRCA1 এবং BRCA2 জিন রয়েছে যা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসকল জিন ‘টিউমার সাপ্রেসর’ জিন হিসেবে কাজ করে অর্থাৎ টিউমার প্রতিরোধে মুখ্য ভূমিকা রাখে এবং ডিএনএ এর কোনো অংশ ভেঙ্গে গেলে তা মেরামতে সাহায্য করে। দুর্ভাগ্যক্রমে BRCA1 জিন এবং BRCA2 জিন এ যদি মিউটেশন ঘটে তাহলে এসকল জিন এর কার্যক্ষমতা নষ্ট হয় এবং স্তন ক্যান্সারের বিকাশ ঘটে।

লক্ষণ বা উপসর্গসমূহ

  1. স্তন এর আকার-আকৃতির পরিবর্তন হওয়া ( যেকোনো একটি স্তন বা উভয় স্তনই হতে পারে)
  2. স্তনবৃন্তের আশেপাশে র‍্যাশ বা ফুসকুড়ি দেখা যাওয়া
  3. স্তন এর কোনো অংশ শক্ত বা লাম্প তৈরি হওয়া
  4. স্তন এর ত্বক এর পরিবর্তন হয়ে যাওয়া (যেমনঃ ত্বক খসখসে হওয়া, ত্বকে গর্ত হওয়া)
  5. স্তনবৃন্ত থেকে রক্ত বা তরল পদার্থ বের হওয়া
  6. স্তন এর যেকোনো স্থানে ব্যাথা হওয়া, স্তন লালচে হওয়া

কারা ঝুঁকিতে বেশী?

  • যেকোনো বয়সের নারীরা স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে। তবে বয়স বাড়ার সাথে সাথে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।
  • পরিবারের আত্নীয়-স্বজন কারো স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পূর্ব ইতিহাস থাকলে স্তন ক্যান্সার হওয়ার আশঙ্কা বেশী। কেননা, উত্তরাধিকারসূত্র হতে ত্রুটিযুক্ত BRCA1 এবং BRCA2 জিন পাওয়ার সম্ভাবনা থাকে।
  • সাধারণত ৩৫ বছর বয়সের পর গর্ভধারণ করলে স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
  • অতিরিক্ত ওজন স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়। কেননা, চর্বি ইস্ট্রোজেন হরমোন উৎপাদন করে। এটি বিশেষ এক ধরনের প্রোটিন- ইস্ট্রোজেন রিসেপ্টর এর সাথে যুক্ত হয় এবং ক্যান্সার কোষের বিকাশ ঘটায়।
  • তাড়াতাড়ি ঋতুস্রাব হওয়া এবং দেরিতে ঋতুস্রাব বন্ধ হওয়া (মেনোপজ) স্তন ক্যান্সার বিকাশের অন্যতম কারণ।

এছাড়াও তেজস্ক্রিয়তা, শিশুকে বুকের দুধ না দেওয়া, মদ্যপান স্তন ক্যান্সারের অন্যতম কারণ।

সাদিয়া জামান

ডিরেক্টর অব ডেইলি সায়েন্স প্রজেক্ট

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনলজি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা-১১০০

তথ্যসূত্রঃ

  1. https://www.nhs.uk/conditions/breast-cancer/
  2. https://thefinancialexpress.com.bd/public/health/breast-cancer-takes-6844-lives-in-bangladesh-every-year-1570707616
  3. https://www.nationalbreastcancer.org/what-is-brca

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video